বিনোদন

শিল্পী সমিতির আয়োজনে এফডিসিতে পাঁচ গরু কোরবানি

চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে গত বছর তিনটি গরু কোরবানি দেওয়া হয়েছিলো। এবার কোরবানি ঈদে পশু কোরবানির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। অসচ্ছল শিল্পীরা প্রাধান্য পেলেও, কোরবানির মাংস পাবেন অন্য শিল্পীরাও। সঙ্গে থাকবে সেমাই ও পোলাওয়ের চাল। এই তথ্য নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

Advertisement

জায়েদ খান, ‘আমরা এফডিসিতে পাঁচটি গরু কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। কোনো সাহায্যের উদ্দেশ্যে নয়, শিল্পীদের ভেতরে সম্প্রীতি আরও মজবুত করতেই এই কোরবানি। গরুর মাংস আমাদের চলচ্চিত্র শিল্পীদের মাঝে বিতরণ করা হবে। সবাইকে নিয়ে আনন্দ ভাগাভাগি করাটাই তো ঈদ।’

আজ শুক্রবার কোরবানি দেয়ার জন্য গরুগুলো ক্রয় করা হবে বলে জানান জায়েদ খান। ঈদের নামাজ শেষে এফডিসিতে, যেসব শিল্পীরা চির বিদায় নিয়েছেন তাদের নামে কোরবানি দেয়া হবে।

জায়েদ খান বলেন, ‘আমরা তালিকাভুক্ত শিল্পীদের বাসায় মাংস, সেমাই, চিনি ও পোলাওয়ের চাল নিজেরাই পাঠিয়ে দেব। কাউকে এফডিসিতে এসে মাংস সংগ্রহ করতে হবে না। আমাদের কাছে সব শিল্পীর বাসার ঠিকানা আছে। যারা অসচ্ছল, তাদের মাঝেও আমরা মাংস ও অন্যান্য খাবার বিতরণ করব।’

Advertisement

এমএবি/এমএস