ধর্ম

মৃত্যুর মুহূর্তে করণীয়

মানুষ মরণশীল। প্রত্যেককেই কঠিন এই বাস্তবতার মুখোমুখি হতে হবে। পৃথিবীর ইতিহাসে কোনো পরাক্রমশালী ব্যক্তিই মৃত্যুর হাত থেকে রক্ষা পায়নি। তাই জীবনের এই বাস্তবতাকে স্বীকার করে নিয়ে পরকাল ভাবনা নিজেকে সবসময় প্রস্তুত রাখতে হবে। পাশাপাশি মৃত্যুর পর করণীয় কাজগুলো কি কি জাগো নিউজে তা তুলে ধরা হলো-মৃত্যুর সময় করণীয় : মৃত্যুর সময়ে যারা মৃত ব্যক্তির সামনে থাকবে তাদের রয়েছে কিছু করণীয়। যা উপস্থিত জীবিতদের জন্য আবশ্যক হয়ে যায়-ক. মৃতের চোখ দুটি বন্ধ করে দেয়া। যখন হজরত আবূ সালমা রাদিয়াল্লাহু আনহু মৃত্যু বরণ করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর চোখ দুটি বন্ধ করে দিয়ে বলেন- إنَّالرُّوحَ إذاَ قُبِضَ تَبِعَهُ الْبَصَرُ অর্থাৎ “যখন জান কবজ করা হয়, তখন দৃষ্টি তার অনুসরণ করে।” (মুসলিম)খ. তার জোড়া সমূহ নরম করে দেয়া, যাতে করে তা শক্ত না হয়ে যায়গ. পেটের উপর ভারী কিছু রাখা, যাতে করে তা ফুলে না যায়ঘ. বড় একটি কাপড় দিয়ে সমস্ত শরীর ঢেকে দেয়াঙ. দাফন-কাপন যতদ্রুত সম্ভব সম্পন্ন করাচ. মৃত্যু যেখানে হবে, সুযোগ থাকলে সেখানেই দাফন করা উত্তম।পরিশেষে...আল্লাহ তাআলা এরশাদ করেন: كُلُّ نَفْسٍ ‫ذاَئِقَةُ‬ ‫الْمَوْتِ‬ অর্থাৎ “‪প্রত্যেক‬ প্রাণকে‬ই মৃত্যুর‬ স্বাদ‬ গ্রহণ‬ করতে হবে।” ( সূরা আল-ইমরান‬ : আয়াত ১৮৫) সুতরাং মৃত্যু আসার পূর্বেই আল্লাহ তায়ালার দরবারে কামনা, হে আল্লাহ! মৃত্যু বরণ করার আগেই তুমি আমাদেরকে কবরের পাথেয় সংগ্রহ করার তাওফিক দান করুন। আমিন।জাগোনিউজ২৪.কমের সঙ্গে থাকুন। গুরুত্বপূর্ণ দুআ ও আমল শিখুন। সুন্দর সুন্দর ইসলামি আলোচনা পড়ুন। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আমিন, ছুম্মা আমিন।এমএমএস/পিআর

Advertisement