জাতীয়

বিমানে সদ্য নিয়োগপ্রাপ্ত কেবিন ক্রুদের ‘অফার লেটার’ প্রদান

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সদ্য নিয়োগপ্রাপ্ত কেবিন ক্রুদের ‘অফার লেটার (প্রাথমিক নিয়োগপত্র)’ প্রদান করা হয়েছে।

Advertisement

আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) প্রধান কার্যালয় বলাকায় এক অনুষ্ঠানে ৭৯ জন কেবিন ক্রুকে ‘অফার লেটার’ প্রদান করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নবাগত ক্রুদের হাতে ‘অফার লেটার’ তুলে দেন। এ সময়  উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দিন আহমেদ, প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট বিভাগের পরিচালক মমিনুল ইসলাম, কোম্পানি সেক্রেটারি কাজী আতিকুর রহমান, প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক আজিজুল ইসলাম প্রমুখ।

গত ১৮ মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে মোট ৩ হাজার ৭৭৪টি আবেদন জমা পড়ে। তাদের মধ্যে ৭৯ জন প্রাথমিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় উর্ত্তীণ হন। এর মধ্যে ৩৫ জন নারী এবং ৪৪ জন পুরুষ।

Advertisement

এবারই প্রথম বিজ্ঞপ্তি প্রকাশের আড়াই মাসের মধ্যে কেবিন ক্রু নিয়োগ সম্পন্ন হলো। এর আগে ২০১৫ সালের জানুয়ারিতে বিমানে সর্বশেষ কেবিন ক্রু নিয়োগ দেয়া হয়।

আরএম/এসআর/পিআর