খেলাধুলা

শীর্ষে থেকেই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ

ইংল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজে পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই ফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বৃহস্পতিবার বেকেনহামে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় ১১ পয়েন্ট নিয়ে এক নাম্বারে রয়েছে যুবারা।

Advertisement

৮ ম্যাচ খেলে বাংলাদেশ ৪টি জয় পেয়েছে। ভারত আর ইংল্যান্ডের এখনও একটি ম্যাচ বাকি। ওই ম্যাচে যে দলই জিতুক, বাংলাদেশের ফাইনালে খেলা নিয়ে তাতে কোনো প্রভাব পড়বে না। ৭ ম্যাচে ভারত ৩ জয়ে পেয়েছে ৮ পয়েন্ট। সমান ম্যাচে ১ জয়ে মাত্র ৩ পয়েন্ট স্বাগতিক ইংল্যান্ডের। বাংলাদেশ-ভারতের ফাইনাল তাই নিশ্চিত।

বেকেনহামে বৃহস্পতিবারের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের ৩ বল বাকি থাকতে ২৪৪ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। অধিনায়ক শুভঙ্ক হেজ করেন দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান। এছাড়া ৪৪ রান করেন সামির রিজভী।

বাংলাদেশের যুবাদের পক্ষে বল হাতে ৩টি করে উইকেট নেন শরিফুল ইসলাম, অভিষেক দাস আর শামীম হোসেন।

Advertisement

লক্ষ্য ২৪৫ রানের। ১২ রান তুলতেই ২ ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল বাংলাদেশ। বিদ্ধধর পাতিলের শিকার হন ওপেনার তানজিদ হাসান (১) আর প্রান্তিক নওরোজ নাবিল (৫)। তবে বৃষ্টি বড় বাঁচা বাঁচিয়ে দিয়েছে যুবাদের। ৫.৫ ওভারে ২ উইকেটে ১৯ রান তুলতেই ঝমঝমিয়ে নামে বৃষ্টি। পরে আর খেলা শুরু করা সম্ভব হয়নি।

এমএমআর/পিআর