খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আমাদের দেশে পর্যাপ্ত ধান উৎপাদন হয়েছে এবং চালও আছে। মানুষ আর না খেয়ে থাকবে না। আমরা ইতোমধ্যে ১০ লাখ মেট্রিক টন চাল রফতানির অর্ডার পেয়েছি। এবার বিদেশে ১৫ লাখ মেট্রিক টন চাল রফতানি করব আমরা।
Advertisement
বৃহস্পতিবার বিকেলে নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছি কাতিপুর কালিনগর স্কুল মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, আমার নির্বাচনী এলাকায় (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) দেশের তিন ভাগের দুই ভাগ আম উৎপাদন হয়েছে। যা সারাদেশের মধ্যে প্রথম স্থানে করেছে। শুধু আমে নয়, সব রকম ফলের গাছ রোপণ করতে হবে। আমাদের সব ফলে সমৃদ্ধ হতে হবে। গাছ কাটা যাবে না।
পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাদিম রেজার সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সহ-সভাপতি ওবায়দুল্লা শেখ, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, কৃষি কর্মকর্তা মাহফুজ আলম, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাই প্রমুখ।
Advertisement
আব্বাস আলী/এএম/এমকেএইচ