চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে ভালো ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য জাগো জবসের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : ‘শম’ শব্দের অর্থ কী?উত্তর : শাস্তি।২. প্রশ্ন : ‘গোঁফ খেজুরে’ বাগধারাটির অর্থ কী?উত্তর : নিতান্ত অলস।৩. প্রশ্ন : ‘কার্য’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কী?উত্তর : কৃ+য।৪. প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস কোনটি?উত্তর : গোরা।৫. প্রশ্ন : টিএস ইলিয়টের কবিতার বাংলা অনুবাদ করেন কে?উত্তর : বিষ্ণু দে।৬. প্রশ্ন : বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন কেন্দ্র কোথায় অবস্থিত?উত্তর : কোনাবাড়ি, গাজীপুর। ৭. প্রশ্ন : বাংলাদেশের ক্রীড়া সংগীতের সুরকার কে?উত্তর : খন্দকার নূরুল আলম।৮. প্রশ্ন : বাংলাদেশের রণ সংগীত কোন কাব্যের অন্তর্গত?উত্তর : সন্ধ্যা কাব্য।৯. প্রশ্ন : বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের মূল লেখক কে?উত্তর : আবদুর রউফ।১০. প্রশ্ন : বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্রের নাম কী? উত্তর : SPARRSO.১১. প্রশ্ন : ‘চর গজারিয়া’ কোন জেলায় অবস্থিত?উত্তর : লক্ষ্মীপুর।১২. প্রশ্ন : জাতিসংঘের বাইরে কোন শহরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়?উত্তর : লন্ডন।১৩. প্রশ্ন : ইউরোপের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি?উত্তর: মাউন্ট ব্ল্যাঙ্ক।১৪. প্রশ্ন : বিশ্বের বৃহত্তম লাইব্রেরি কোনটি? উত্তর : লাইব্রেরি অব কংগ্রেস।১৫. প্রশ্ন : কিসে ক্লোরোফিল নেই?উত্তর : ছত্রাক এবং ব্যাকটেরিয়ায়।১৬. প্রশ্ন : মুক্তার ওজনের এককের নাম কী?উত্তর : গ্রেন।১৭. প্রশ্ন : কেমোথেরাপি কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়?উত্তর : ক্যান্সার। ১৮. প্রশ্ন : কোয়ার্টজ কী?উত্তর : সিলিকন ও অক্সিজেন দ্বারা গঠিত একটি বর্ণহীন কেলাস। ১৯. প্রশ্ন : মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘বাঁধনহারা’র পরিচালক কে?উত্তর : এ জে মিন্টু।২০. প্রশ্ন : সবচেয়ে দীর্ঘজীবী প্রাণী কোনটি?উত্তর : কচ্ছপ। # আজকের সাধারণ জ্ঞান : ১৪ সেপ্টেম্বর ২০১৫এসইউ/পিআর
Advertisement