আইন-আদালত

আমরা মর্মাহত : মিন্নির আইনজীবী জেড আই খান

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী থেকে গ্রেফতার আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন মেলেনি হাইকোর্টে। জামিন না দেয়ায় তার আইনজীবী জেড আই খান পান্না বলেন, আমরা মর্মাহত (উই আর শকড)।

Advertisement

মিন্নির জামিনের বিষয়ে আদেশ চেয়ে না পাওয়ায় আবেদনটি ফেরত নিয়ে তিনি সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন। বলেন, ‘আদালত আজ (বৃহস্পতিবার) মিন্নির জামিনের বিষয়ে রুল জারি করে ১৬৪ ধারার জবানবন্দি জমা দিতে বলেছিলেন। আমরা তখন জামিন আবেদন ফেরত নিয়েছি।’

জেড আই খান পান্না আরও বলেন, ‘জেলগেট থাকতে, পুলিশ লাইনে একজন নারীকে রিমান্ডে নেয়া যায় না। সারাদেশ জানে, কেউ নিজের জীবনের বাজি রেখে কাউকে এভাবে রক্ষা করবে…। আমরা ১৬৪ ধারায় দেয়া জবানবন্দি হাতে পাইনি। পুলিশের কাছে চেয়েছিলাম, আমাদেরকে দেয়নি।’

মিন্নির পক্ষে করা জামিন আবেদনের ওপর শুনানি প্রায় এক ঘণ্টা অনুষ্ঠিত হয়। হাইকোর্টের বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ থেকে পরে আবেদনটি ফেরত নেয়া হয়।

Advertisement

শুনানিতে আদালত জামিনের বিষয়ে রুল জারি করবেন বলে জানালে মিন্নির আইনজীবীরা আবেদন ফেরত নেন। ‘মিন্নির জামিন কেন দেয়া হবে না’- এ বিষয়ে রুল জারি করতে চাইলে এর বিরোধিতা করেন আইনজীবীরা।

এর আগে মঙ্গলবার (৬ আগস্ট) জামিন আবেদন শুনানি পিছিয়ে বৃহস্পতিবার দিন নির্ধারণ করেন হাইকোর্ট। ওইদিন আবেদনকারী আইনজীবীকে উদ্দেশ করে আদালত বলেন, মিন্নির জামিন আবেদন শুনতে বেশি সময় লাগবে; তাই সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার শুনানি করবেন।

আদালতে এদিন (বৃহস্পতিবার) জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট জেসমিন সুলতানা, আইনুন নাহার সিদ্দিকা, মাক্কিয়া ফাতেমা ইসলাম ও জামিউল হক ফয়সাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম।

এফএইচ/এমএআর/পিআর

Advertisement