দেশের জনপ্রিয় মডেল আদিল হোসেন নোবেল। প্রায় তিন দশক ধরে মডেল হিসেবে রাজত্ব ধরে রেখেছেন তিনি। মডেলিংয়ের পাশাপাশি একটি করপোরেট প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন তিনি। তাই আগের মতো করে নিয়মিত দেখা মেলে না তার।
Advertisement
তবে ঈদ বলে কথা। বিশেষ এই সময়টিতে অনেক অনিয়মিত তারকাই দর্শকের সামনে হাজির হতে পছন্দ করেন বিশেষ আয়োজনে। নোবেলকেও দেখা যাবে আসছে কোরবানির ঈদে।
ঈদের বিশেষ নাটক ‘অহংকার’- এ অভিনয় করেছেন তিনি। এখানে তার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। আরও অভিনয় করেছেন সালমিন তানহা, শাহরুখ, সুব্রত, রিনা খান, বাপ্পা রাসেল ।
সাব্বির চৌধুরীর ভাবনায় রিয়াজুল আলম শাওনের পরিচালনায় নাটকটি পরিচালনা করেছেন শেখ সেলিম। এর প্রযোজনায় আছেন সাবিবর চৌধুরী, রাসেল আলম ও মামুন খান হাবিব।
Advertisement
নাটকটি নিয়ে ভালো রিভিউয়ের প্রত্যাশী শখ। তিনি জাগো নিউজকে বলেন, ‘ঈদের বিশেষ নাটক ‘অহংকার’। এর গল্পটি যেমন চমৎকার সংলাপও দর্শকের মনে ধরবে। আর নোবেল ভাইয়ের সঙ্গে কাজ করে দারুণ অভিজ্ঞতা হলো। তিনি সবসময়ই সেরা। আশা করছি আমাদের জুটির নাটকটি ভালো লাগবে সবার।’
পরিচালক শেখ সেলিম জানান, ঈদের দিন রাত ১০ টায় আরটিভির পর্দায় প্রচার হবে ‘অহংকার’ নাটকটি।
এলএ/এমকেএইচ
Advertisement