দেশজুড়ে

যমুনায় নৌকাডুবি : ২৪ জন জীবিত উদ্ধার, এখনও নিখোঁজ ৬

জামালপুরের দেওয়ানগঞ্জে ভিজিএফের চাল নিয়ে ফেরার পথে ৩০ জন যাত্রী নিয়ে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ছয়জন।

Advertisement

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মইনুল ইসলাম জানান, বৃহষ্পতিবার দুপুর পর্যন্ত ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ছয়জন। এরা হলেন শহীদ সিকদার (৪৫), কাঞ্চন মালা (৪৫), রেজিয়া (৪৫), নয়ন (৮), দুলাল (৩০) ও মোছা. আকন (৬৫)। নিখোঁজ এবং উদ্ধার হওয়া সকলের বাড়ি চর হলকা হাবড়াবাড়ি এলাকায়।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় বৃহষ্পতিবার দুপুর পর্যন্ত ২৩ জনকে দেওয়ানগঞ্জ ও ইসলামপুরের বিভিন্ন চর এলাকা থেকে উদ্ধার করা হয়। এছাড়াও মমতা আক্তার বিথি নামে এক শিশুকে বগুড়ার সারিয়াকান্দি চন্দনবাইশার ঘুঘুমারি থেকে জীবিত উদ্ধার করে স্থানীয়রা। তার পিতার নাম মইন উদ্দিন। মমতাকে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুর উদ্দিন অলি জানায়, বুধবার রাত ৯টার দিকে নৌকাডুবির পর রাত ১টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে ১৬ জনকে স্থানীয়দের সহায়তায় জীবিত উদ্ধার করা হয়। এরপর বৈরি আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করা হয়। বৃহষ্পতিবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। দুপুর পর্যন্ত জামালপুরের দেওয়ানগঞ্জ ও ইসলামপুরের বিভিন্ন চর থেকে সাতজন ও বগুড়ার সারিয়াকান্দি থেকে এক শিশুকে উদ্ধার করে স্থানীয়রা।

Advertisement

স্রোত বেশি থাকায় উদ্ধার অভিযান দুপুরে আবারও স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি।

আসমাউল আসিফ/এমবিআর/পিআর