খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের ম্যাচের সূচি

সবশেষ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ, রানারআপ ছিলো আয়ারল্যান্ড। আসন্ন বিশ্বকাপের বাছাইপর্বের প্রথমদিন ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে এ দুই দলই। বাছাইপর্বের স্বাগতিক দেশ স্কটল্যান্ড।

Advertisement

আগামী ৩১ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে মাঠে গড়াবে এ বাছাইপর্বটি। যেখান থেকে শীর্ষ দুই দল সুযোগ পাবে ২০২০ সালে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে।

এ বাছাইপর্বের প্রথম দিনে বাংলাদেশের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। অন্যদিকে আয়ারল্যান্ড খেলবে নামিবিয়ার বিপক্ষে। প্রাথমিকভাবে বাছাইপর্বের টিকিটই পায়নি নামিবিয়া। তবে জিম্বাবুয়েকে বহিষ্কার করায়, তাদের পরিবর্তে সুযোগ পেয়েছে নামিবিয়া।

বাংলাদেশ ও আয়ারল্যান্ড ছাড়াও বাছাইপর্বের অন্য ছয় দল হলো থাইল্যান্ড, স্কটল্যান্ড, যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি, নেদারল্যান্ডস ও নামিবিয়া। উদ্বোধনী দিনে বাংলাদেশ-আয়ারল্যান্ডের পাশাপাশি মাঠে নামবে বাকি ছয় দলও। মূল বাছাইপর্ব শুরুর আগে ২৯ আগস্ট প্রস্তুতি ম্যাচ খেলবে সব দল।

Advertisement

অংশগ্রহণকারী ৮ দলকে ভাগ করা হয়েছে দুই গ্রুপে। যেখানে 'এ' গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে থাইল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। 'বি' গ্রুপে আয়ারল্যান্ডের সঙ্গী পাপুয়া নিউগিনি, নেদারল্যান্ডস ও নামিবিয়া।

দুই গ্রুপ থেকে শীর্ষ দুই দলকে নিয়ে হবে সেমিফাইনাল। পরে শেষ চারের দুই ম্যাচ জয়ী অর্থাৎ ফাইনালিস্ট দুই দলকেই দেয়া হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট। আগামী ৫ সেপ্টেম্বর হবে সেমিফাইনাল ম্যাচ দুইটি। পরে ৭ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে বাছাইপর্ব।

বাছাইপর্বের পূর্ণাঙ্গ সূচি

প্রস্তুতি ম্যাচ (২৯ আগস্ট)আয়ারল্যান্ড বনাম পাপুয়া নিউগিনিবাংলাদেশ বনাম নেদারল্যান্ডস্কটল্যান্ড বনাম নামিবিয়াথাইল্যান্ড বনাম যুক্তরাষ্ট্র

Advertisement

মূল বাছাইপর্ব

৩১ আগস্ট: বাংলাদেশ বনাম পাপুয়া নিউগিনি থাইল্যান্ড বনাম নেদারল্যান্ডস স্কটল্যান্ড বনাম যুক্তরাষ্ট্র নামিবিয়া বনাম আয়ারল্যান্ড

১ সেপ্টেম্বর: থাইল্যান্ড বনাম নামিবিয়া স্কটল্যান্ড বনাম পাপুয়া নিউগিনি আয়ারল্যান্ড বনাম নেদারল্যান্ডস বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্র

৩ সেপ্টেম্বর: আয়ারল্যান্ড বনাম থাইল্যান্ড নেদারল্যান্ডস বনাম নামিবিয়া বাংলাদেশ বনাম স্কটল্যান্ড পাপুয়া নিউগিনি বনাম যুক্তরাষ্ট্র

৫ সেপ্টেম্বর: এ ১ বনাম বি ২ বি ৩ বনাম এ ৪ বি ১ বনাম এ ২ এ ৩ বনাম বি ৪

৭ সেপ্টেম্বর: তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ ফাইনাল পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ

এসএএস/এমকেএইচ