ধর্ম

মক্কা শরিফে ভুলে ভরা হাজার হাজার কুরআন শরিফ!

চলছে হজের মৌসুম। সারাবিশ্ব থেকে ১৮ লাখেরও বেশি লোক অবস্থান করছেন পবিত্র নগরী মক্কায়। হজ পালনকারীরা সব সময় সাওয়াব লাভের আশায় মক্কার মসজিদে হারামে ইবাদত-বন্দেগি ও কুরআন তেলাওয়াতে নিয়োজিত থাকে। সৌদি আরবের পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম থেকে ভুল লেখা ও অসম্পূর্ণ পৃষ্ঠার কুরআনের ৯ হাজার পাণ্ডুলিপি বের করা হয়েছে। খবর সৌদি গেজেট।

Advertisement

দুই পবিত্র মসজিদের বই (লাইব্রেরি) বিভাগের প্রধান পরিচালক খালেদ আল-হারিদি জানান, ‘প্রতিদিন হাজার হাজার ভুল লেখা ও অসম্পূর্ণ পৃষ্ঠার কুরআনে পাওয়া যাচ্ছে।

তাঁর মতে, ভুল লেখা মুদ্রণসহ অসম্পূর্ণ পৃষ্ঠার এসব কপির অধিকাংশই সিরিয়া থেকে আসা। হাজিরা মহান আল্লাহর কাছ থেকে পূর্ণ লাভের আশায় কুরআনের এসব কপি মসজিদে হারামের সংরক্ষিত তাকে (সেলফে) রেখে দেয়।

হারিদি জানান, ‘ভুল লেখা ও অসম্পূর্ণ পৃষ্ঠার কুরআনের এ কপিগুলো যাচাই-বাছাইয়ে ৭০ জন দায়িত্বশীল ও ১৪০ জন কর্মচারী ২৪ ঘণ্টা নিরলস কাজ করে যাচ্ছেন।

Advertisement

এদিকে মসজিদে হারামে হজ উপলক্ষ্যে মদিনার কিং ফাহাদ কুরআন কমপ্লেক্স থেকে মুদ্রিত ও প্রকাশিত কুরআনের ১ হাজার পাণ্ডুলিপি প্রতিদিন হাজিদের মধ্যে বিতরণ করা হচ্ছে।

মসজিদে হারামে কুরআন শরিফ রাখার জন্য প্রায় ৩ হাজার তাক রয়েছে। যেখানে হজ ও ওমরা জেয়ারত কারীদের জন্য রাখা আছে পবিত্র কুরআন।

রমজানে পবিত্র কাবা শরিফে অনেক মানুষের সমাগম ঘটে। সে সময় পবিত্র কুরআনের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ১০০ কার্টুন কুরআন শরিফ রিজার্ভ রাখা হয়। যার প্রতিটি কার্টুনে ৮০ থেকে ৯০টি কুরআন শরিফ থাকে বলেও জানান হারিদি।

হজ মৌসুম উপলক্ষ্যে প্রতিদিন প্রত্যেক হাজিকে একটি জায়নামাজ ও একটি কুরআন শরিফ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

Advertisement

এমএমএস/জেআইএম