নেত্রকোনার বারহাট্টা উপজেলার চন্দ্রপুর গ্রামে বিয়ে বাড়িতে দাওয়াত খেয়ে কমপক্ষে ২৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে স্থানীয় বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
Advertisement
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বারহাট্টার চন্দ্রপুর গ্রামের দুলাল চন্দ্র দাসের মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। কনের বাড়িতে দাওয়াত খেয়ে পিন্টু পাল, ঝুমকা রানী পাল, পুর্ণ কুমার পাল, বিজয় পাল, বিপুল পাল, পুস্পিতা রানী পালসহ কমপক্ষে ২৫ জন অসুস্থ হয়ে পড়েন। তাদের পাতলা পায়খানা ও বমি দেখা দেয়। এলাকাবাসী তাদেরকে স্থানীয় বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহে আলম জানান, ফুড পয়জনিংয়ের কারণে বেশ কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হয়েছে। তারা অনেকটা সুস্থ হয়ে উঠেছেন।
কামাল হোসাইন/আরএআর/এমকেএইচ
Advertisement