দেশজুড়ে

নেত্রকোনায় ৮ মাসে ৪৩ খুন

নেত্রকোনায় জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত৮ মাসে ৪৩টি খুনের ঘটনা ঘটেছে। খুনের সংখ্যা বেড়ে যাওয়ায় জনমনে চরম আতঙ্ক এবং উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে।জেলা পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলায় জানুয়ারি মাসে ৫টি, ফেব্রুয়ারি মাসে ১টি, মার্চ মাসে ৭টি, এপ্রিল মাসে ৪টি, মে মাসে ৬টি, জুন মাসে ৭টি, জুলাই মাসে ৭টি এবং আগস্ট মাসে ৬টি খুনের ঘটনা ঘটেছে। খোঁজ নিয়ে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধ, এলাকায় আধিপত্য বিস্তার, দাম্পত্য কলহ, যৌতুক, প্রেম সংক্রান্ত, মাদক, জুয়া ও আর্থিক লেনদেন নিয়েই এ সকল খুনের ঘটনা ঘটেছে। ফলে শান্তিপ্রিয় নেত্রকোনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় জনমনে উৎকণ্ঠা দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জাগো নিউজকে বলেন, কোনো এলাকায় একটি খুনের ঘটনা ঘটার পর পরই ঘটনার সঙ্গে জড়িতদের ছাড়াও বিপুল সংখ্যক ব্যক্তিকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়। এর ফলে পুলিশের গ্রেফতার বাণিজ্যের সুযোগ সৃষ্টি হওয়ায় প্রকৃত অপরাধীরা অনেক সময় থাকে ধরা ছোঁয়ার বাইরে। তিনি আরো বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো ঘটনার উদ্ভব হওয়ার পর তাৎক্ষণিক কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং রাজনৈতিক বিবেচনায় না নিয়ে অপরাধীর বিরুদ্ধে সঠিক আইনের প্রয়োগ করলে খুন খারাপির ঘটনা বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। এ ব্যাপারে পুলিশ সুপার জয়দেব চৌধুরী জাগো নিউজকে বলেন, খুনের ঘটনা যাতে কমিয়ে আনা যায় সেই লক্ষ্যে আমি প্রতিটি উপজেলায় বিভিন্ন শ্রেণি পেশার লোকদের নিয়ে কমিউনিটি পুলিশিং কার্যক্রমের আওতায় জনগণকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছি। কামাল হোসাইন/এসএস/এমএস

Advertisement