জাতীয়

বঙ্গোপসাগর থেকে ১০ ক্রুকে উদ্ধার করল নৌবাহিনী

চট্টগ্রামের কুতুবদিয়ার অদূরে উত্তাল সমুদ্রে নিমজ্জিত ক্লিংকারবাহী জাহাজ এমবি টিটু-১৮ থেকে ১০ ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘দুর্জয়’।

Advertisement

বুধবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকালও কুতুবদিয়া থেকে ৯ কি. মি. অদূরে নিখোঁজ হওয়া একটি মাছ ধরার বোট থেকে তিন জেলেকে জীবিত উদ্ধার করেছিল বাংলাদেশ নৌবাহিনী। বঙ্গোপসাগরে পরিচালিত নিয়মিত টহল ‘অপারেশন প্রতিরোধ’ এ থাকাকালে বানৌজা নির্মূল কুতুবদিয়া লাইট হাউজ হতে ৯ কি. মি. অদূরে একটি মাছ ধরার বোটকে ভাসমান অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ভাসমান অবস্থায় থাকা বোট থেকে তিন জেলেকে উদ্ধার করে বানৌজা নির্মূলের সদস্যরা।

উদ্ধারকৃত জেলেরা হলেন মো. শাকিল (১৮), মো. মিনহাজ উদ্দিন (১৯), এবং মো. শওকত আহমেদ (২৪)।

Advertisement

সমুদ্রে মাছ ধরার দুই মাসের সাময়িক নিষেধাজ্ঞা শেষে মৎস্য আহরণে প্রতিদিনই শত শত মাছ ধরার নৌকা ও ট্রলার উপকূলীয় অঞ্চল ও গভীর সমুদ্রে গমন করছে। এসব মৎস্যজীবীদের জীবনের নিরাপত্তায় সজাগ দৃষ্টি রাখছে বাংলাদেশ নৌবাহিনী।

এমইউ/জেএইচ/এমএস