দেশজুড়ে

মোটরসাইকেলের সাইলেন্সারে মিলল ৩২ স্বর্ণের বার

ভারতে পাচারকালে বেনাপোলের দুর্গাপুর মোড়ে ফেলে যাওয়া মোটরসাইকেলের সাইলেন্সারের মধ্যে ফিটিং অবস্থায় রাখা ৩২টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। বুধবার দুপুরে দুই কেজি ৮০০ গ্রাম ওজনের এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য এক কোটি ২৩ লাখ ২০ হাজার টাকা।

Advertisement

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, একজন স্বর্ণ পাচারকারী বাংলদেশ থেকে বিপুল পরিমাণ স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছে- এমন সংবাদ পেয়ে বেনাপোল বিজিবির নায়েব সুবেদার আব্দুল মালেকের নেতৃত্বে বিজিবির বিশেষ একটি দল বেনাপোলের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। এ সময় একজন সন্দেহভাজন মোটরসাইকেল চালক দূর থেকে বিজিবি দেখে বেনাপোল বাজারের দুর্গাপুর মোড়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

পরে মোটরসাইকেলটি তল্লাশি করে সাইলেন্সারের মধ্যে ফিটিং অবস্থায় রাখা ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন দুই কেজি ৮০০ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান কর্নেল সেলিম রেজা।

জামাল হোসেন/আরএআর/এমকেএইচ

Advertisement