গণমাধ্যম

চলে গেলেন কিংবদন্তি সাংবাদিক ব্রেডলি

আমেরিকার আলোচিত ওয়াটার গেট কেলেঙ্কারির প্রতিবেদন প্রকাশের সময়কার ‘ওয়াশিংটন পোস্ট’র এর সম্পাদক ও কিংবদন্তি সাংবাদিক বেন ব্রেডলি মারা গেছেন। এই প্রতিবেদন প্রকাশের কারণেই পদত্যাগ করতে বাধ্য হন তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। বিষয়টি পু্রো বিশ্বে আলোড়ন তৈরি করে।মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে নিজ বাসভবনে মারা যান ব্রেন বডলি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইট হাউস থেকে দেয়া এক বিবৃতিতে ওবামা বলেন, ‘‘বেন ব্রেডলির সাংবাদিকতা ছিল তার পেশার চাইতেও অনেক বেশি বিস্তৃত। তিনি ছিলেন আমাদের গণতন্ত্রের শক্তি।’’ওবামা বলেন, ‘‘বেন ব্রেডলি ছিলেন সত্যিকারের সাংবাদিক। তিনি ওয়াশিংটন পোস্টকে দেশের অন্যতম সংবাদপত্রে পরিণত করেন। তার হাত ধরেই ওয়াটার গেট কেলেঙ্কারি প্র্রকাশিত হয়। তিনি যা সত্য ঘটনা তাই সবাইকে জানাতেন। তার লেখা আমাদের বিশ্বকে ও নিজেকে জানতে সহায়তা করতো।’’ব্রেডলি ১৯৬৮ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদকের দায়িত্বে ছিলেন। তার হাত ধরেই পত্রিকাটি দেশের প্রধান সারিতে জায়গা করে নেয়। তার অবদানের জন্য ২০১৩ সালে আমেরিকান সরকার তাকে দেশেরে সর্বোচ্চ ‘‘প্রেসিডেন্ট মেডেল অব ফ্রিডম’ পুরষ্কারে ভূষিত করে। সূত্র : বিবিসি

Advertisement