বাংলাদেশ জুড়ে চলছে ডেঙ্গু আতংক। আর এরই মাঝে বাংলাদেশ ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ডেঙ্গু জ্বরে আক্রান্ত। অভিনেত্রীর ঘনিষ্টসূত্রের বরাতে এই খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
Advertisement
ভারতীয় গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর জয়া আহসান গণমাধ্যমকে জানিয়েছেন, আমার এটি সাধারণ জ্বর। তাই আর ডেঙ্গু পরীক্ষা করিনি। দিন দুয়েক থেকে শারীরিক অবস্থার উন্নতি ঘটছে। আশা করছি সেরে উঠবো।’
তবে যদি জ্বর আরও কন্টিনিউ হয় তাহলে ডেঙ্গুর জন্য প্রয়োজন পরীক্ষী করাবেন বলে সবার কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জয়া।
এর আগে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা আলমগীর ও অভিনেতা শরিফুল রাজ। গতকাল ৬ আগস্ট রাত থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন চিত্রনায়িকা ববিও।
Advertisement
এদিকে ২২ জুলাই লন্ডন ঘোরাঘুরি শেষে কলকাতা হয়ে দেশে ফিরেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দেশে ফিরেই জানিয়েছেন কলকাতা নতুন ৩ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী।
এলএ/জেআইএম