আজ ১৫ সেপ্টেম্বর। জাতীয় আয়কর দিবস। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জাঁকজমকপূর্ণভাবে দিবসটি পালন করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। দিবসটি উপলক্ষে রাজধানীর কাকরাইলের এনবিআর প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হবে। আয়কর দিবস ও র্যালির উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।এছাড়াও দুপুরে সোনারগাঁও হোটেলে আয়কর দিবসের অনুষ্ঠানে অর্থমন্ত্রী সেরা করদাতাদের সম্মাননা দেবেন। ২০১৪-১৫ অর্থবছরের জন্য ১০ জন করদাতা ও ১০টি প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা দেয়া হবে। এ ছাড়া ৬৪টি জেলায় পাঁচজন করে সেরা করদাতাকে সনদ ও ক্রেস্ট দেয়া হবে। এর মধ্যে তিনজনকে সর্বোচ্চ করদাতা এবং দীর্ঘ সময় ধরে কর দেন এমন দুজন করদাতাকে এবার পুরস্কার ও সম্মাননাপত্র দেয়া হবে।কর প্রদানে করদাতাদের সচেতন ও উদ্বুদ্ধ করতে ২০১০ সাল থেকে জাতীয়ভাবে এ দিবসটি পালন করে আসছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই বছর থেকে করদাতাদের কর দিতে উৎসাহিত করতে এবারো আয়কর মেলার আয়োজন করছে এনবিআর। ১৬ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগীয় শহরে সাতদিনব্যাপি আয়কর মেলার আয়োজন করবে এনবিআর। তবে জেলা শহরে চারদিন, প্রথমবারের মতো ২৯টি উপজেলায় দুইদিন এবং ৫৭টি উপজেলায় এক দিনের ভ্রাম্যমাণ আয়কর মেলা অনুষ্ঠিত হবে।এ বছর দেশে প্রথমবারের মতো বিভাগীয় ও জেলা শহরের পাশাপাশি ৮৬ উপজেলায় একযোগে আয়কর মেলা উদযাপন হবে। ফলে ষষ্ঠবারের মতো আয়োজিত এ বছরের আয়কর মেলা হবে এ যাবৎকালের সর্ববৃহৎ। রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত আয়কর মেলা শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর উদ্বোধন করার কথা রয়েছে।২০১৪-১৫ করবর্ষের ভিত্তিতে সর্বোচ্চ করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে। সর্বোচ্চ ২০ করদাতার মধ্যে ১০টি কোম্পানি ও ১০ ব্যক্তির নাম রয়েছে।ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ করদাতার নাম ও ই-টিআইএন নম্বর হলো- ঢাকার আগা নওয়াব দেউড়ীর বাসিন্দা হাজি মো. কাউছ মিয়া (ই-টিআইএন-৬৯২৭৯৯৬৯১৮২৭), ঢাকা ক্যান্টনমেন্টের বাসিন্দা মোহাম্মদ ইউসুফ (ই-টিআইএন-১৭১৯৬৭৬৪৬৬৮৬), রুবাইয়াৎ ফারজানা হোসেন (ই-টিআইএন- ৫২৬৭৩২৩৮৮৪৪৫০), লায়লা হোসেন (ই-টিআইএন-১৫৭৭৮০৯০৫৭২৫), হোসনে আরা হোসেন (ই-টিআইএন-১২২৯২৪৮৭৬০৫১), খাজা তাজমহল (ই-টিআইএন-৬৮১৬১৭১৮৭৫৩০), ঢাকা উত্তরার বাসিন্দা এম এ হায়দার হোসেন (ই-টিআইএন- ১৯৩২০৭৪৯১৬৯৮), নারায়ণগঞ্জ রূপগঞ্জের বাসিন্দা গোলাম দস্তগীর গাজী (ই-টিআইএন-৮১১৫৭১৪৭০৯৪২), চট্টগ্রামের পাথরঘাটার বাসিন্দা মো. নাছির উদ্দিন (ই-টিআইএন-৩৩৯৯২৭৭৫৩৩৭৫) এবং ঢাকার গুলশান-১ এর বাসিন্দা আবদুল মুক্তাদির (ই-টিআইএন-১২৬৫৫৮৮৭০৫৭০)।সর্বোচ্চ করদাতা কোম্পানির নাম ও ই-টিআইএন নম্বর হলো- শেভরন বাংলাদেশ (ই-টিআইএন- ২২০৮৮৭৩৬৪৩৬৭), কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ই-টিআইএন-৪৩৬৩৯৬৮০৪১৬৩), ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ই-টিআইএন-১২১০৬২৯৪৪৩৯৮), বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি., বাপেক্স (ই-টিআইএন-৫২৬৯৫১৬৫৩৭৫৬), তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোং লি. (ই-টিআইএন- ২৭৩২৪৮৬৯০২৩৯), সেন্ট্রাল ডিপোজেটরি বাংলাদেশ লিমিটেড (ই-টিআইএন-৪৪৬৯০১৫৯৮৫৪০), কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি (ই-টিআইএন- ৩৭৭৭২২৪৯৬২৩৬), দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লি. (ই-টিআইএন- ৭৪০৫২৬৯৩৮৭৪৩) এবং উত্তরা ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লি. (ই-টিআইএন-১৩২৩৬১৫১৬৩৫৭)।এসআই/বিএ
Advertisement