চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শংকরবাটি মহল্লা থেকে উদ্ধারকৃত ২২ অবৈধ অস্ত্র মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. শওকত আলী এ রায় দেন।
Advertisement
দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গোপালনগরের আইনুদ্দিনের ছেলে শাহ আলম (৪২), তেলকুপি গ্রামের মো. দুলুর ছেলে আবুল কালাম (৩৬), চট্টগ্রামের বোয়ালখালি উপজেলার আহল্লা-সাধারপাড়ার নূরুল হকের ছেলে মোহাম্মদ ওসমান আলী (২৯)। এর মধ্যে মোহাম্মদ ওসমান আলী পলাতক আছেন।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় শংকরবাটি মহল্লার সোহরাব আলীর ছেলে সাইফুল ইসলামকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
মামলার বিবরণ দিয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৬ সালের ২৪ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শংকরবাটি মহল্লার একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ২২টি পিস্তল, ৪৫টি ম্যাগজিন ও ১৩৬ রাউন্ড গুলি উদ্ধার করে।
Advertisement
ছাগলের খামার হিসেবে ব্যবহারের কথা বলে ওই বাড়িটি ভাড়া নিয়েছিলেন শাহ আলম। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান তিনি।
এ ঘটনার পর সদর থানার এস আই আব্দুল করিম ওই দিন অস্ত্র আইনে মামলা দায়ের করেন।
এরপর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহবুব আলম ২০১৭ সালের ২২ এপ্রিল আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার আদালত এ রায় দেন।
মোহা. আব্দুল্লাহ/এমএমজেড/এমকেএইচ
Advertisement