দেশজুড়ে

ফরিদপুরে ২৪ ঘণ্টায় ৬৩ ডেঙ্গু রোগী ভর্তি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৬৩ রোগী ফরিদপুরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এছাড়া মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত জেলার সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৯৮ জন ডেঙ্গু রোগী।

Advertisement

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. এনামুল হক জানান, গত দুই সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ১০১ জন। ২৩ জনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। মারা গেছেন একজন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৯৮ জন।

এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৫২ জন, ফরিদপুর জেনারেল হাসপাতালে নয়জন, আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি রয়েছেন।

এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে ২২ জন, আরোগ্য সদন হাসপাতালে ১১ জন, ফরিদপুর ইসলামী ব্যাংক হাসপাতালে একজন ভর্তি আছেন।

Advertisement

জেলার হাসপাতালগুলোতে ভর্তি হওয়া রোগীর অধিকাংশই ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য এখানে এসেছেন বলে জানান সিভিল সার্জন ডা. মো. এনামুল হক।

বি কে সিকদার সজল/এমবিআর/এমকেএইচ