ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মনোয়ারা বেগম (৭৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) ভোরে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। এ নিয়ে ঢামেকে মৃতের সংখ্যা দাঁড়াল ১৫ জনে।
Advertisement
ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. নাসির উদ্দিন জানান, মনোয়ারা বেগম মিরপুর-২ নম্বরে থাকতেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে। পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেয়া হয়েছে।
তিনি জানান, গত ৩ আগস্ট (শনিবার) মনোয়ারাকে ঢামেকের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে তার অবস্থা অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।
ডা. মো. নাসির উদ্দিন আরও জানান, কয়েকদিন ধরেই প্রায় প্রতিদিনই ডেঙ্গু রোগীর কেউ না কেউ মারা যাচ্ছেন। মনোয়ারার মৃত্যু নিয়ে ঢামেকে এ পর্যন্ত ১৫ জনের মৃত্যু হলো।
Advertisement
এআর/বিএ/এমকেএইচ