রাজবাড়ীর বিভিন্ন সরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এনিয়ে জেলার সরকারি হাসপাতালে মোট ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা বেড়ে ২৬ জন হয়েরছ। এছাড়া চিকিৎসার জন্য ২৪ ঘণ্টায় ২ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।
Advertisement
এ নিয়ে রাজবাড়ীতে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ জনে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানা হয়েছে।
বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে ১৬ জন, বাবালিয়াকান্দিতে ৪ জন ও পাংশায় ৬ জন রোগী ভর্তি রয়েছেন।
Advertisement
এছাড়া অন্যান্য রোগীরা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোর ও আউটডোরে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
এদিকে গত শুক্রবার প্রথম পর্যায়ে রাজবাড়ীতে ডেঙ্গু পরীক্ষার জন্য ১২০টি কিট আসলেও পরবর্তীতে আর কোনো কিট আসেনি। ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে স্থানীয়ভাবে আক্রান্ত রোগীও রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার বলেন, ডেঙ্গুরোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বর্তমানে জেলা সদর ও বিভিন্ন উপজেলা হাসপাতালে ২৬ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ২৪ ঘণ্টায় সরকারি বিভিন্ন হাসপাতালে ১১ জন ডেঙ্গু রোগী ভর্তি ও ২ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।
রুবেলুর রহমান/এমএমজেড/পিআর
Advertisement