জাতীয়

মঙ্গলবার আসছে সমাজকল্যাণ মন্ত্রীর মরদেহ

সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মরদেহ মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছাবে। সিঙ্গাপুর থেকে একটি ফ্লাইটে মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে। সোমবার সমাজকল্যাণ মন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জাগো নিউজকে জানান, সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মরদেহ মঙ্গলবার রাত সাড়ে ১০টায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। তার মরদেহ গ্রহণ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এরপর রাত ১১টায় রাজধানীর মিন্টু রোডে সমাজকল্যাণ মন্ত্রীর সরকারি বাস ভবনে মরদেহ নেয়া হবে। সর্বস্তরের জনগণের শ্রদ্ধার জন্য বুধবার সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সৈয়দ মহসিন আলীর মরদেহ রাখা হবে। এরপর সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে হেলিকপ্টারযোগে মরদেহ নিজ এলাকায় নিয়ে যাওয়া হবে। ওইদিনই (বুধবার) বাদ আছর সৈয়দ মহসিন আলীর দাফন সম্পন্ন হবে বলেও জানান মাইদুল ইসলাম প্রধান। এসএ/একে/আরআইপি

Advertisement