আন্তর্জাতিক

দিল্লির ভবনে আগুন, ঘুমের মধ্যেই মারা গেলেন ৬ জন

ভারতের রাজধানী দিল্লিতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘুমের মধ্যেই ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই শিশুও রয়েছে। অগ্নিকাণ্ডে আরও ১১ জন আহত হয়েছে। দিল্লির দক্ষিণ-পূর্বের একটি আবাসিক ভবনে সোমবার গভীর রাতে ওই দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সময় ভবনের বাসিন্দারা সবাই ঘুমিয়ে ছিলেন।

Advertisement

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, জাকির নগরের চারতলা একটি ভবনে সোমবার রাত দুটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় বেশিরভাগ বাসিন্দাই গভীর ঘুমে মগ্ন ছিলেন। একটি ইলেক্ট্রিসিটি বক্স থেকেই ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের সময় ভবন থেকে লাফিয়ে পড়ে দু'জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে ওই ভবনে থাকা সাতটি গাড়ি এবং ৮টি মোটরসাইকেল পুড়ে গেছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর ৮টি ইউনিট।

টিটিএন/পিআর

Advertisement