ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সোমবার (৫ আগস্ট) গাজীপুর জেলার টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে এ মামলা করা হয়। বিএসটিআই থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
Advertisement
অভিযুক্ত তিন প্রতিষ্ঠানের মধ্যে মেসার্স নিউ আল-আমিন সুইটস অ্যান্ড কনফেকশনারি’র ব্যবহৃত ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ না থাকায় এবং দইয়ের মোড়কে ওজন, মূল্য, উৎপাদন, মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করা হয়।
এছাড়া একই এলাকার মেসার্স রসের মিষ্টির ব্রেড পণ্যের, মেসার্স সেভেন স্টার ফুড’র ড্রাই কেক পণ্যের মোড়কে ওজন, মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় এবং দুটি প্রতিষ্ঠানেরই ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন না থাকায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়।
অভিযানে বিএসটিআই’র সহকারী পরিচালক মো. রেজাউল করিমে নেতৃত্বে সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার, পরিদর্শক মো. লিয়াকত হোসেন ও মো. বিল্লাল হোসেন অংশগ্রহণ করেন।
Advertisement
এমইউএইচ/এমএআর/এমএস