দেশজুড়ে

নারায়ণগঞ্জে নারীর ১৪ বছরের কারাদণ্ড

নারায়ণগঞ্জে তিন শিশুকে অপহরণের চেষ্টার মামলায় একজন নারীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।  সোমবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কেএম রাশেদুজ্জামান রাজা এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত নারীর নাম সাজেদা খাতুন (৪৫)। তিনি ফতুল্লার চাঁদমারী এলাকার মানিক মিয়ার স্ত্রী। আদালত সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১৪ মে ফতুল্লা থানার মাসদাইর এলাকার আবু ইউসুফের বড় ভাইয়ের তিন সন্তান সাদিয়া (৭), মারিয়া (৫) ও রাকিবকে (৪) আম কিনে দেওয়ার কথা বলে অপহরণের চেষ্টা করে সাজেদা খাতুন। ওই ঘটনায় আবু ইউসুফ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় সাজেদা খাতুনকে আসামি করে অপহরণের চেষ্টার মামলা করে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিবউদ্দিন রায় ঘোষণার সত্যতা স্বীকার করেছেন।শাহাদাৎ হোসেন/এমএএস/আরআইপি

Advertisement