কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওয়ের ইসলামাবাদ ঢালার দোয়ার এলাকায় বাস-প্রাইভেটকারের সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হয়েছেন। সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করেছে ডুলাহাজারা হাইওয়ে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী ইউনিক পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ১৪-৬৪৭৪) মহাসড়কের ঈদগাঁওয়ের ইসলামাবাদ খোদাইবাড়ি ঢালার দোয়ার এলাকায় একটি অটোরিকশাকে ওভারটেক করতে গেলে কক্সবাজারমুখী প্রাইভেটকারের (গ-২৭-০৯১৫) সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় উভয় গাড়ির চালকসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শেরপুর তারাগঞ্জ নালিতাবাড়ীর নুরুল হুদা মিয়ার ছেলে মাহিন (২৬), ঢাকার যাত্রাবাড়ীর ধনিয়া এলাকার হাজী হাফিজুর রহমানের ছেলে আতিকুর রহমান (২৮), মোহাম্মদপুরের সজীব (৩১) ও জুমানের (২৯) পরিচয় জানা গেছে।ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মিনহাজ মাহমুদ ভুঁইয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চত করে জানান, আহতদের দেখতে বিভিন্ন ক্লিনিক পরিদর্শন করেছে পুলিশ। ডুলাহাজারা হাইওয়ে পুলিশের নায়েক প্রেমময় চাকমা জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে ফাঁড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। উল্লেখ্য, গত মাসের শুরু ও শেষের দিকে একই স্থানে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদ মেম্বার, নারী ও শিশুসহ তিনজন নিহত ও অর্ধ-শতাধিক আহত হয়েছিলেন। সায়ীদ আলমগীর/এআরএ/আরআইপি
Advertisement