খেলাধুলা

অব্যাহতি চাইলেন শাপলা-এলিনাদের এক কোচ

শাপলা আক্তার ও এলিনা সুলতানার দাবি মেনে নিয়ে এসএ গেমসের জন্য নারী শাটলারদের কোচ পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন। মারুফ আলম ও গৌতম চন্দ্র পালকে সরিয়ে রোববার নতুন কোচ নিয়োগ দেয়া হয়েছে সাবেক দুই শাটলার ওহিদুজ্জামান রাজু ও এনায়েত উল্লাহ খানকে।

Advertisement

কিন্তু এর মধ্যে ওহিদুজ্জামান রাজু আজ (সোমবার) বিকেলে ফেডারেশনে চিঠি দিয়ে কোচের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। ফেডারেশনের সাধারণ সম্পাদক বরাবর লেখা অব্যাহতিপত্রে ওহিদুজ্জামান রাজু ব্যবসায়িক ব্যস্ততার কথা উল্লেখ করেছেন।

রাজু লিখেছেন ‘আমার ব্যবসায়িক এবং কর্মসংক্রান্ত কারণে দেশে এবং দেশের বাইরে পুনঃনির্ধারিত কিছু কার্যক্রম থাকায় এসএ গেমসের মতো বড় আসরের প্রয়োজনীয় কার্য পরিচালনা করা এবং ৫ মাস সময় দেয়া আমার জন্য কস্টসাধ্য। যা ক্রীড়াবিদদের প্রশিক্ষণে ব্যাঘাত ঘটাতে পারে। তাই আমার অপারগতার বিষয়টি বিবেচনা করে বাধিত করবেন।’

উল্লেখ্য যে, আগে নিয়োগ পাওয়া মারুফ আলম ও গৌতম চন্দ্র পালকে অনভিজ্ঞ উল্লেখ করে তাদের অধীনে ট্রেনিং না করার সিদ্ধান্ত ফেডারেশনকে জানিয়েছিলেন সিনিয়র দুই নারী শাটলার শাপলা আক্তার ও এলিনা সুলতানা। তারা এসএ গেমসের ক্যাম্পে যোগদান থেকেও বিরত ছিলেন। তাদের দাবিতে কোচ পাল্টালেও ক্যাম্পের সমস্যা থেকেই গেলো।

Advertisement

আরআই/এসএএস/জেআইএম