তথ্যপ্রযুক্তি

গ্রামীণফোন চালু করলো কন্টাক্ট ব্যাকআপ অ্যাপ

গ্রামীণফোন চালু করলো মোবাইলবান্ধব কন্টাক্ট ব্যাকআপ অ্যাপ্লিকেশন মাই কন্টাক্টস। এখন থেকে গ্রামীণফোন গ্রাহকরা ক্লাউড স্টোরেজে অথবা অন্য যেকোনো প্রয়োজনে গ্রামীণফোন গ্রাহকরা ব্যাকআপ থেকে তাদের সুবিধামতো সব কন্টাক্ট ডাউনলোড করে নিতে পারবেন।কন্টাক্ট একবার ব্যাকআপ করা হয়ে যাওয়ার পর ফোন হারিয়ে গেলে, চুরি হলে, নষ্ট হয়ে গেলে অথবা গ্রাহক ফোন পরিবর্তন করলে পূর্বের মতো কোনো সমস্যায় পড়বে না। গ্রাহক প্রয়োজন অনুযায়ী তার কন্টাক্ট নতুন ফোনে নিয়ে নিতে পারবেন `মাই কন্টাক্টস` এর মাধ্যমে।গ্রামীণফোনের ডিজিটাল অ্যান্ড ডিভাইস বিভাগের জেনারেল ম্যানেজার মোহাম্মদ মুনতাসির হোসেন বলেন, একটি স্বপ্নের প্রতিফলন ঘটলো। গ্রাহকদের কন্টাক্ট ব্যাকআপ খুবই জরুরি। নিরাপদে ও সুরক্ষিতভাবে প্রয়োজনীয় কন্টাক্টের সব তথ্য ব্যাকআপ রাখা ও দরকারের সময় আবার পুনরুদ্ধার করার জন্য `মাই কন্টাক্টস` অ্যাপটি গ্রাহকদের জন্য খুবই সহায়ক হবে। সেবাটি বাংলাদেশে প্রথম চালু করলো গ্রামীণফোন।গ্রামীণফোনের সকল গ্রাহক বিনামূল্যে `মাই কন্টাক্টস` অ্যাপটি গুগুল প্লে স্টোর ও অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন।আরএম/এসআইএস/আরআইপি

Advertisement