দেশজুড়ে

বন্যায় খাদ্যশস্য নষ্ট হয়নি : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে বন্যায় খাদ্যশস্য নষ্ট হয়নি। খাদ্য উদ্বৃত্ত রয়েছে। খাদ্য সংকট হওয়ার কোনো কারণ নেই। বন্যাদুর্গত এলাকায় দ্রুত ৮টি সাইলো নির্মাণ করবে সরকার। এছাড়া সারা দেশে ধানের জন্য ৫ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন দুইশত খাদ্য গুদাম নির্মাণ করা হবে।

Advertisement

সোমবার সকালে মোংলার জয়মনি এলাকায় ৫০ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন সাইলো পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী আরও বলেন, মোংলা আন্তর্জাতিক সমুদ্র বন্দরের মাধ্যমে বর্তমানে ৪৬ শতাংশ খাদ্য আমদানি করা হচ্ছে। মোংলার জয়মনির সাইলো আরও কার্যকরী করার জন্য জেটির সামনে ড্রেজিং এবং মোংলা-জয়মনি সড়ক সংস্কার দ্রুততম সময়ে করা হবে।

এ সময় খাদ্যমন্ত্রীর সঙ্গে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওমর ফারুক, খাদ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল আজিজ মোল্লা, বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ ও অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল উপস্থিত ছিলেন।

Advertisement

শওকত বাবু/আরএআর/এমকেএইচ