খেলাধুলা

মার্সেল কাপ উন্মুক্ত শরীর গঠন প্রতিযোগিতা সমাপ্ত

মার্সেল কাপ উন্মুক্ত শরীর গঠন প্রতিযোগিতার পর্দা নেমেছে সোমবার। বিভিন্ন ওজন শ্রেণিতে মিস্টার মার্সেল হয়েছেন সুমন দাস (২), আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম তালুকদার, সাকিব আল হাসান, সুমন দাস ও রায়হানুর রহমান। ৬০, ৬৫, ৭০, ৭৫, ৮০ ও ৮০+ কেজি দৈহিক ওজন শ্রেণিতে মোট ৬টি ইভেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।৬০ কেজি ওজন শ্রেণিতে মিস্টার মার্সেল হয়েছেন সুমন দাস, দ্বিতীয় হয়েছেন সুজন হোসেন ও তৃতীয় হয়েছেন মো. রাজ্জাক। ৬৫ কেজি ওজন শ্রেণিতে মিস্টার মার্সেল হয়েছেন আনোয়ার হোসেন, দ্বিতীয় হয়েছেন মো. রিমন ও তৃতীয় হয়েছেন রনজিত চন্দ্র সরকার। ৭০ কেজি ওজন শ্রেণিতে মিস্টার মার্সেল হয়েছেন মো. সাইফুল ইসলাম তালুকদার, দ্বিতীয় হয়েছেন মো. শাহজালাল ও তৃতীয় হয়েছেন অালামিন শরিফ। ৭৫ কেজি ওজন শ্রেণিতে মিস্টার মার্সেল হয়েছেন সাকিব আল হাসান, দ্বিতীয় হয়েছেন মো. সোহেল রানা ও তৃতীয় হয়েছেন আসিফ মঈন। ৮০ কেজি ওজন শ্রেণিতে মিস্টার মার্সেল হয়েছেন সুমন দাস, দ্বিতীয় হয়েছেন মো. তানভীর রহমান ও তৃতীয় হয়েছেন মো. জামাল হোসেন। ৮০+ কেজি ওজন শ্রেণিতে মিস্টার মার্সেল হয়েছেন রায়হানুর রহমান, দ্বিতীয় হয়েছেন সুব্রত রায় ও তৃতীয় হয়েছেন অপূর্ব কুমার রায়। প্রতিটি ওজন শ্রেণির মিস্টার মার্সেল খেতাব অর্জনকারী স্বর্ণপদক ও ৬ হাজার টাকা অর্থ পুরস্কার পেয়েছেন। এছাড়াও যোগ্যতার ভিত্তিতে মার্সেল ব্রান্ডে চাকরির সুবর্ণ সুযোগ পেয়েছেন তারা। দ্বিতীয় স্থান অর্জনকারী পান রৌপ্যপদক ও অর্থ পুরস্কার ৫ হাজার টাকা, তৃতীয় স্থান অর্জনকারী পেয়েছেন তাম্রপদক ও অর্থ পুরস্কার ৪ হাজার টাকা। আরটি/একে/আরআইপি

Advertisement