দেশজুড়ে

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ফরিদপুরে স্ত্রী ফরিদা বেগমকে হত্যার দায়ে স্বামী শহীদুল ইসলাম ফকিরকে (৩৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। সোমবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জাহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত শহীদুল ইসলাম সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শ্যামসুন্দর গ্রামের বাসিন্দা।ফরিদপুরের পাবলিক প্রসিকিউটর (পিপি) খসরুজ্জামান দুলু জানান, ২০০৯ সালের ২২ ডিসেম্বর শহীদুল ইসলাম ফকির পারিবারিক কলহের জেরে তার স্ত্রী ফরিদা বেগমকে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই শহীদ ঠাকুর বাদী হয়ে শহীদুল ইসলাম ফকিরসহ চারজনকে আসামি করে কোতয়ালী থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় অন্য তিন আসামি হলেন, মন্নু খান, নিমাই কুমার দত্ত ও সুমন ফকির। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত নিহত ফরিদার স্বামী শহীদুল ইসলামকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।অপরদিকে, মামলার তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দেন। এস.এম. তরুন/এআরএ/আরআইপি

Advertisement