বরিশালে অস্ত্র ও গুলিসহ আটক সুজন সরদার নামে (৩০) এক যুবককে পৃথক দুটি ধারায় ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।সোমবার বিকেলে বরিশাল বিশেষ ট্রাইবুনাল-৩ এর বিচারক আদিব আলী আসামির অনুপস্থিতিতে এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত সুজন বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি এলাকার বাসিন্দা হাবিব সরদারের ছেলে।ওই আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) খলিলুর রহমান মামলার নথির বরাত দিয়ে জাগো নিউজকে জানান, ২০১৩ সালের ২৪ জানুয়ারি বরিশাল বিমানবন্দর থানা পুলিশ বাবুগঞ্জের হরিনাপাশা গ্রামের ভাড়াটিয়া সুজন হাওলাদারের ঘরে অভিযান চালিয়ে একটি এলজি শুটার গান ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। এ সময় আটক করা হয় সুজনকে। ওই দিন বিমানবন্দর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের বাদি হয়ে মামলা দায়ের করেন। মামলা চলাকালীন সুজন জামিনে বের হয়। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন। এদিকে, একই বছরের ২৪ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহ মো. নুরুল আলম তালুকদার আসামি সুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। ৮ জনের সাক্ষ্য শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় অস্ত্র আইনের ১৯/এ ধারায় ১০ বছর ও ১৯/এফ ধারায় ৭ বছর করে মোট ১৭ বছরের কারাদণ্ড প্রদান করে আদালত।সাইফ আমীন/এসএস/আরআইপি
Advertisement