খেলাধুলা

আবারও সেঞ্চুরি স্মিথের, সঙ্গে ম্যাথ্যু ওয়েডও

একেই বলে অস্ট্রেলিয়া। যে কোনো খারাপ পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর দারুণ ক্ষমতা রাখে তারা। শুধু তাই নয়, সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ এক বছর নিষেধাজ্ঞার কবলে থাকলেও যে তার ব্যাটের ধার কমেনি, তা ঠিকই বোঝা যাচ্ছে। প্রথম ইনিংসের পর সেঞ্চুরি করলেন দ্বিতীয় ইনিংসেও। সঙ্গে ম্যাথ্যু ওয়েডও সেঞ্চুরি করলেন।

Advertisement

স্মিথ এবং ওয়েড- এ দুজনের জোড়া সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে বেশ শক্ত অবস্থানে অস্ট্রেলিয়া। স্বাগতিক ইংল্যান্ডের সামনেও দাঁড় করিয়ে দিয়েছে বিশাল লিড। এ রিপোর্ট লেখার সময় অস্ট্রেলিয়ার রান ১০৪ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৪২৬। ৩৩৮ রানে এগিয়ে রয়েছে অসিরা।

দ্বিতীয় ইনিংসের শুরুতেই বড় ধাক্কা খেয়েছিল অসিরা। ক্যামেরন বেনক্রফট ৭ এবং ডেভিড ওয়ার্নার আউট হন ৮ রান করে। এরপর উসমান খাজা এবং স্টিভেন স্মিথ মিলে গড়েন ৪৮ রানের জুটি। এরপর স্টিভেন স্মিথ দাঁড়িয়ে যান ইংলিশ বোলারদের সামনে। স্মিথ আর ট্রভিস হেড মিলে গড়েন ১৩০ রানের জুটি।

১১৬ বলে ৫১ রান করে আউট হয়ে গেলে স্মিথ আর ম্যাথ্যু ওয়েড মিলে জুটি গড়েন। এ দু’জনের ব্যাটে গড়ে ওঠে ১২৬ রানের জুটি। এরই ফাঁকে ২৫তম সেঞ্চুরি করে ফেলেন স্মিথ। প্রথম ইনিংসে ১৪৪ রানের পর দ্বিতীয় ইনিংসে ১৪২ রানে আউট হন তিনি।

Advertisement

ম্যাথ্যু ওয়েডও সেঞ্চুরির মাইলফলকে পৌঁছে যান। ১৪৩ বলে তিনি আউট হন ১১০ রান করে। টিম পেইন আউট হন ৩৪ রান করে। এ রিপোর্ট লেখার সময় প্যাটিনসন ৫ রানে এবং প্যাট কামিন্স অপরাজিত ১ রানে। বেন স্টোকস নেন ৩ উইকেট। স্টুয়ার্ট ব্রড নেন ২ টি।

আইএইচএস/