শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে সবার নিচে বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি)। ২৪ ম্যাচে ২ জয় ও ৫ ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ থেকে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে নেমে গেছে এ অফিসিয়াল দলটি। অবনমনে তাদের সঙ্গী নোফেল স্পোর্টিং ক্লাব।
Advertisement
পয়েন্ট টেবিলে সবার নিচে থাকলেও একদিকে সবার ওপরে আছে বিজেএমসি। সেটাও লজ্জার। শেষ হওয়া প্রিমিয়ার লিগে জরিমানা দেওয়ার দিক থেকে সব দলকে ছাড়িয়ে গেছে তারা। হলুদ কার্ড পাওয়ার হিসেবে বিজেএমসিকে সবচেয়ে বেশি ৭০ হাজার টাকা জরিমানা দিতে হবে। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ হাজার টাকা জরিমানা হয়েছে সাইফ স্পোর্টিং ক্লাবের।
এই জরিমানার নিয়ম কি? কোনো দল এক ম্যাচে চার বা চারের বেশি হলুদ কার্ড পেলে ওই ম্যাচের জন্য দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা। ৭ টি ম্যাচে বিজেএমসির খেলোয়াড়রা চার বা চারের অধিক হলুদ কার্ড পেয়েছে। আর সাইফ পেয়েছে ৪ ম্যাচে।
বাফুফের প্রফেশনাল লিগ কমিটির এই খাত থেকে আয় হয়েছে ১ লাখ ৯০ হাজার টাকা। ১৩ ক্লাবের মধ্যে এই জরিমানায় পড়েনি আবাহনী, শেখ জামাল, ব্রাদার্স, মুক্তিযোদ্ধা, আরামবাগ, চট্টগ্রাম আবাহনী ও চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বিজেএমসি ও সাইফ ছাড়া অন্য ক্লাবগুলোর জরিমানা হলো-নোফেল ৩০ হাজার টাকা, রহমতগঞ্জ ৩০ হাজার টাকা, মোহামেডান ও শেখ রাসেল ক্রীড়া চক্র ১০ হাজার টাকা করে।
Advertisement
এবারের প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি হলুদ কার্ড পেয়েছে বিজেএমসি ও নোফেলের খেলোয়াড়রা ৪৯টি করে। সবচেয়ে কম ২২ টি ব্রাদার্স ইউনিয়ন। সবচেয়ে বেশি ৪টি লাল কার্ড পেয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। দুটি লাল কার্ড বিজেএমসির। একটি করে পেয়েছে আবাহনী, শেখ রাসেল, ব্রাদার্স, আরামবাগ, রহমতগঞ্জ, মুক্তিযোদ্ধা ও বসুন্ধরা কিংস। লাল কার্ডমুক্ত দলগুলো হলো-মোহামেডান, চট্টগ্রাম আবাহনী, শেখ জামাল ও নোফেল স্পোর্টিং ক্লাব।
আরআই/আইএইচএস/জেআইএম