জাতীয়

অক্টোবরে দিল্লি যাবেন প্রধানমন্ত্রী

চলতি বছরের অক্টোবরে দিল্লি সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানিয়েছেন।

Advertisement

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ইন্ডিয়ান চ্যাপ্টার বা রিজিওনাল এজেন্ডা ইন্ডিয়ান ইকোনমিক সামিটে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি যাবেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী অক্টোবর মাসে ভারত সফরে যাচ্ছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর আগামী ২০-২১ আগস্ট ঢাকায় আসছেন। সে সময় প্রধানমন্ত্রীর ভারত সফরের তারিখ চূড়ান্ত হবে।

ত্রিপুরার আগরতলা বিমানবন্দর সম্প্রসারণের জন্য ভারত বাংলাদেশের কাছে জমি চেয়েছে বলে গণমাধ্যমে খবর এসেছে। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগরতলা বিমানবন্দরের জমি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো চিঠি পায়নি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন। তখন এ বিষয়ে আলোচনা হতে পারে।

Advertisement

এদিকে লন্ডনে লম্বা সফর শেষে ৮ আগস্ট (বৃহস্পতিবার) দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৪ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২১ জুলাই বিভিন্ন কর্মসূচিতে যোগদানের জন্য যুক্তরাজ্যে যান প্রধানমন্ত্রী। সেখানে আগামী ৬ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে যোগদান শেষে ৭ আগস্ট (বুধবার) যুক্তরাজ্য থেকে রওনা হয়ে ৮ আগস্ট তিনি দেশে ফিরবেন।

এর আগে গত ২১ জুলাই সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জেপি/আরএস/জেআইএম/এমএস

Advertisement