কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে যাত্রীবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ এক এনজিওকর্মীকে আটক করেছেন বিজিবির সদস্যরা। রোববার দুপুরে তাকে আটক করা হয়।
Advertisement
আটক মোবিনা ইয়াসমিন (২২) কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ৯২০ পিস ইয়াবা জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে নিয়মিত তল্লাশিকালে যাত্রীবাহী গাড়ি চেক করা হয়। এ সময় এক তরুণীর ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ৯২০ পিস ইয়াবা পাওয়া যায়। ইয়াবাসহ তাকে রামু থানায় সোপর্দ করা হয়েছে।
রামু থানা পুলিশের ওসি আবুল খায়ের বলেন, বিজিবির হাতে আটক তরুণী ক্যাম্প-৬ মি-ডিয়ার নামক এনজিওর কর্মী বলে নিজেকে দাবি করেছেন। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।
Advertisement
সায়ীদ আলমগীর/এএম/এমএস