রাজনীতি

ডেঙ্গু আক্রান্তদের জন্য রক্ত সংগ্রহ করবে স্বেচ্ছাসেবক দল

ডেঙ্গু আক্রান্তদের জন্য রক্ত সংগ্রহ করবে স্বেচ্ছাসেবক দল

ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের সহযোগিতার জন্য রক্তদান কর্মসূচির আয়োজন করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

Advertisement

সোমবার (৫ অগাস্ট) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এই কার্যক্রম শুরু হবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রক্তদান কর্মসূচির উদ্বোধন করবেন।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

Advertisement

শতাধিক ব্যাগ রক্ত সংগ্রহের লক্ষ্য নিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে জানিয়ে জুয়েল বলেন, আগামীকাল স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সংগৃহীত রক্ত থেকে প্লাটিলেট আলাদা করে ডেঙ্গু আক্রান্ত রোগীদের সরবরাহ করা হবে।

কর্মসূচি সফল করে ডেঙ্গু আক্রান্তদের পাশে থাকতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

কেএইচ/বিএ/এমএস

Advertisement