দেশজুড়ে

উত্তরা ইপিজেডের কারখানায় আগুন : ৬ শ্রমিক আহত

নীলফামারীর উত্তরা ইপিজেডে অবস্থিত এভারগ্রীনবিডি লিমিটেড নামের একটি পরচুলা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার বেলা ১১টার দিকে ওই কারখানার বিডি-থ্রী-এ ভবনের দ্বিতীয়তলার হিটিংরুমের বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটলে উৎপাদিত পরচুলাসহ বেশ কিছু মালামাল ভস্মিভূত হয়। এসময় আতঙ্কে হুরোহুরি করে বাহিরে বেরিয়ে আসার সময় ৬ জন নারী ও পুরুষ শ্রমিক আহত হয়েছেন। এরা হলেন, রূপালী, আব্দুল রশিদ, আফিয়া, রুনা, এলিজা ও আবু মুছা। তাদের চিকিৎসা দেয়া হয়েছে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ক্ষতির পরিমাণ ১৪ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। । এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানালেও উত্তরা ইপিজেডের জেনারেল ম্যানেজার আখতার আলম মোস্তফি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উত্তরা ইপিজেডে অবস্থিত এভারগ্রীনবিডি লিমিটেডের উৎপাদক কারখানা রয়েছে ৫টি। এর মধ্যে তাদের বিডি-থ্রি এ- বিল্ডিং এর দ্বিতীয় তলায় উৎপাদিত পরচুলা হিটিংরুমে রেখে ৫টি হিটারের মাধ্যমে শুকানো হয়। সেখানে একটি হিটারের সমস্যা হওয়ায় সেখান থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, আগুনের সময় ওই কারখানার শ্রমিকরা বেরিয়ে আসার সময় ৬ জন শ্রমিক আহত হয়েছে। নীলফামারী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কোবাদ আলী জাগো নিউজকে বলেন, অগ্নিকাণ্ডে কারখানার প্রায় ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জাহেদুল ইসলাম/এমএএস/আরআইপি

Advertisement