দেশজুড়ে

কুষ্টিয়ায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

কুষ্টিয়ায় মাদক মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

Advertisement

রোববার দুপুরে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত লালন (৩৬) দৌলতপুর উপজেলার আলিনগর গ্রামের খবির মন্ডলের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৩ নভেম্বর রাত ৮টায় উপজেলার ভেড়ামারা-দৌলতপুর সড়কের গোল্ডেন ইলেকট্রনিকস শো-রুমের সামনে থেকে ৪৯ বোতল ফেনসিডিলসহ লালনকে গ্রেফতার করে পুলিশ।

পরে লালনের বিরুদ্ধে এএসআই হামিদুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১৪ সালের ১১ জানুয়ারি আদালতে চার্জশিট দেয় পুলিশ।

Advertisement

কুষ্টিয়া জজ কোর্টের সরকারি কৌঁসুলি অনুপ কুমার নন্দী বলেন, লালনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

আল-মামুন সাগর/এএম/এমএস