দেশজুড়ে

সিদ্ধিরগঞ্জে ২ কারখানাকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিদ্ধিরগঞ্জে দুটি সাবান কারখানাকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে র্যাব ১১ কর্তৃক পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে মিজমিজি দক্ষিণপাড়া ও মৌচাক এলাকায় অবস্থিত প্যারামাউন্ট কেমিকেলের সাদা সাবান ও আলমের পঁচা সাবান কারখানায় এ অভিযান পরিচালিত হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী ভূমি কমিশনার (সিদ্ধিরগঞ্জ সার্কেল) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিলু রায়। এ সময় উপস্থিত ছিলেন র্যাব-১১ এর এএসপি আলেপ উদ্দিন, বিএসটিআই এর মাঠ কর্মকর্তা শহিদুল ইসলাম। পরিবেশ দূষণ, স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকির অভিযোগসহ ফায়ার সার্ভিস ও পরিবেশের ছাড়পত্র না নিয়ে অনুমোদনহীনভাবে গড়ে উঠা এসব কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাবের এএসপি আলেপ উদ্দিন। অভিযান শেষে সহকারী ভূমি কমিশনার (সিদ্ধিরগঞ্জ সার্কেল) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিলু রায় জাগো নিউজকে বলেন, কারখানা দুটি অন-অনুমোদিত হওয়ায় বিএসটিআই এর অধ্যাদেশনুযায়ী ১৯ ও ২৪ ধারায় প্যারামাউন্ট কেমিক্যাল ফ্যাক্টরিকে ১ লাখ ৫০ হাজার টাকা ও আলম সোপ কারখানাকে ১৯, ২২ ও ২৪ ধারায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন, কারখানা দুটিকে ১ মাসের মধ্যে তাদের সমস্ত কাগজপত্র যথারীতি প্রস্ততকরণের জন্য নির্দেশ দেয়া হয়েছে। যদি এ সময়ের মধ্যে সম্পন্ন না করে তাহলে আবার অভিযান চালিয়ে সিলগালা করে দেয়া হবে। হোসেন চিশতী সিপলু/এসএস/আরআইপি

Advertisement