বরিশালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সাংবাদিক পরিচয়দানকারী পাসপোর্ট অফিসের ৫ দালালকে আটক করেছে। সোমবার দুপুরে নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদা সুলতানা। আটকরা হলেন, স্থানীয় দেশ জনপদ পত্রিকার কাউনিয়া প্রতিনিধি পরিচয়ধারী নাহিদ হোসেন, সত্য সংবাদ পত্রিকার সাংবাদিক পরিচয়ধারী আরিফুল ইসলাম, ভোরের অঙ্গীকার পত্রিকার সাংবাদিক পরিচয়ধারী ইমরান, ফটোকপির দোকানদার সোহেল ও রুবেল।পরে তাদের মধ্যে ২ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদলত সূত্রে জানা গেছে, পাসপোর্ট অফিসের দালালদের বিরুদ্ধে অনেক অভিযোগের পরিপ্রেক্ষিতে অফিসের সামনে ও ভিতরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় সন্দেহভাজন ৫ জনকে আটক করা হয়। তাদের পকেট থেকে পাসপোর্টের ফরম পাওয়া যায়। পরে তাদের জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে ভোরের অঙ্গীকার পত্রিকার ইমরানকে ছেড়ে দেয়া হয়। তবে স্থানীয় দেশ জনপদ পত্রিকার নাহিদ হোসেন ও সত্য সংবাদ পত্রিকার আরিফুলকে ১৭১/ঙ ধারায় ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া ফটোকপির দোকানদার সোহেল ও রুবেলকে আড়াই হাজার টাকা করে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন।সাইফ আমীন/এসএস/আরআইপি
Advertisement