জাতীয়

শিশু হাসপাতালের জরুরি বিভাগে লম্বা সারি থাকছেই

ঢাকা শিশু হাসপাতালের জরুরি বিভাগে সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত রোগীদের লম্বা সারি দেখা গেছে। তাদের মধ্যে অধিকাংশ শিশুরই ডেঙ্গু হয়েছে কি-না, তা জানতে ও চিকিৎসা নিতে এসেছে। এছাড়াও শিশুদের নানা রোগ নিয়ে এখানে ভিড় জমাচ্ছেন অভিভাবকরা।

Advertisement

কয়েকজন রোগীর অভিভাবক জানান, তারা এক ঘণ্টার বেশি সময় ধরে চিকিৎসক দেখাতে লাইনে দাঁড়িয়ে আছেন।

এক ঘণ্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা মঞ্জু মিয়া বলেন, ‘দুই মাস সাত দিন বয়স আমার বাবুর। ওর জ্বর, পাতলা পায়খানা। তাই ওকে ডাক্তার দেখাতে নিয়ে আসছি।’

মিরপুর-১০ থেকে আসা নূর নবি বলেন, ‘আমার ৬ মাস বসয়ী বাবুর ডেঙ্গু হয়েছিল। ভালো হয়ে যায়। আবার জ্বর আসছে। তাই ডাক্তার দেখাতে নিয়ে এসেছি। এখনও এক ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি।‘

Advertisement

তার অভিযোগ, ‘যে যার মতো করে পরিচিতদের চিকিৎসকের চেম্বারে ঢুকাচ্ছে। এ জন্য এত দেরি হচ্ছে।’

মিরপুর-১ থেকে নাতিকে নিয়ে এসেছেন রোকেয়া। তার ১ মাস বয়সী নাতি রিহাদের পেটে ও চোখের সমস্যা। তিনিও এক ঘণ্টা ধরে শিশু হাসপাতালের এ জরুরি বিভাগের সামনে দাঁড়িয়ে আছেন।

ঢাকা শিশু হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. শায়লা ইমাম কান্তা বলেন, ‘গত শুক্র ও শনিবার রোগীর ভিড় বেশি ছিল। বন্ধের দিন থাকায় সাধারণত এ দুদিন বেশি রোগী ছিল। আজও আছে, তবে তা স্বাভাবিক। আমরা রোগীদের সাধ্যমতো চিকিৎসা দেয়ার চেষ্টা করছি।’

এই চিকিৎসক জানান, শিশু হাসপাতালে শনিবার পর্যন্ত ১৪৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এ বছর হাসপাতালটিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে।

Advertisement

পিডি/বিএ/পিআর