জাতীয়

এবার কোনো হজযাত্রীর চোখের পানি পড়েনি : ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, এ বছর ইতিহাসের শ্রেষ্ঠতম হজ ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হয়েছে। এবার কোনো হজযাত্রীর চোখের পানি পড়েনি। এটি সম্ভব হয়েছে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের আন্তরিক সহযোগিতার কারণে।

Advertisement

রোববার দুপুরে হজ কার্যক্রম-২০১৯ এর সমাপ্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ধর্মপ্রতিমন্ত্রী বলেন, ইতিহাসে এবারই প্রথম হজযাত্রীদের সুবিধার্থে ১০ হাজার টাকা বিমান ভাড়া কমানো হয়েছে। অন্য বছরের তুলনায় সার্বিক বিবেচনায় এ বছর হজের ব্যয় বাড়েনি।

তিনি বলেন, আল্লাহর অশেষ রহমতে এ বছর কোনো হজ ফ্লাইট বাতিল হয়নি। ইতোমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭২টি ফ্লাইটে ৬৩ হাজার ৯ এবং সৌদি এয়ারলাইন্সের ১৭০টি ফ্লাইটে ৫৬ হাজার ৮৯১ হজযাত্রী পরিবহন করেছে।

Advertisement

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আনিসুর রহমান, হজ এজেন্সি মালিকদের সংগঠন হাবের সভাপতি শাহাদাত হোসেন তসলিম প্রমুখ।

এ বছরের হজ অনুষ্ঠিত হবে আগামী ১০ আগস্ট। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৫ আগস্ট। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১৭ আগস্ট। হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ১৫ সেপ্টেম্বর।

আরএম/জেএইচ/পিআর

Advertisement