দেশজুড়ে

‘শিবির’ ধরতে গিয়ে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

‘শিবির’ ধরতে গিয়ে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

শিবিরের গুলিতে আহত হয়েছেন সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজমির হোসেন ফারাবি। এছাড়া মারপিটে আহত হয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

Advertisement

শনিবার মধ্যরাতে সাতক্ষীরা সদরের শিবতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত সৈয়দ সাদিকুর রহমান সাতক্ষীরা সিবি হাসপাতাল ও ফারাবি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা আজমির হোসেন ফারাবি সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছেলে।সৈয়দ সাদিকুর রহমান বলেন, ‘১৫ আগস্টকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা একটি বাড়িতে হামলার পরিকল্পনা করছে- এমন খবরে পেয়ে আমিসহ ৭-৮ জন ছাত্রলীগকর্মী সেখানে যাই। এ সময় ১৫-২০ জন শিবির ক্যাডার আমাকে লক্ষ্য করে গুলি করে। সেই গুলি ফারাবির পায়ে বিদ্ধ হয়। পরে তারা আমাকে এলোপাতাড়ি মারপিট করে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। বাকিদেরও আটকের জন্য অভিযান চলছে। আটককৃত সবাই শিবিরের কর্মী।

Advertisement

আকরামুল ইসলাম/এমএমজেড/পিআর