ইতালির রোমে সার্টিফিকেট জালিয়াতির দায়ে ৭ বাংলাদেশিসহ ১০ জন গ্রেফতার করেছে দেশটির অর্থনৈতিক পুলিশ। গ্রেফতারকৃত দশজনের মধ্যে চারজনকে জেলে পাঠানো হয়। বাকি ছয়জনকে গৃহবন্দি করে রাখা হয়েছে।
Advertisement
পুলিশ জানায়, স্থানীয় কিছু অসাধু কর্মচারীদের সঙ্গে যোগসাজশে অবৈধভাবে ইউরোর বিনিময়ে বেআইনিভাবে বিভিন্ন সার্টিফিকেট করে দিতেন কয়েকজন বাংলাদেশি। তবে এ চক্রটিকে দীর্ঘদিন নজরদারিতে রাখার পর গত সপ্তাহে তাদের গ্রেফতার করা হয়। তবে নিরাপত্তার স্বার্থে পুলিশ কারো নাম প্রকাশ করেনি।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতার বাংলাদেশিরা সংঘবদ্ধ একটি দালাল চক্র। দীর্ঘদিন ধরে এ অবৈধ কাজটি তারা করে যাচ্ছে বলে স্থানীয় গণমাধ্যম এ তথ্য প্রকাশ করে। চক্রটি প্রায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে মিউনিসিপালের কিছু ইতালিয়ান কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রাখতেন। এ ছাড়া বিভিন্ন বারে মিটিং করতেন তারা।
এ বিষয়ে সাবেক বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, বারবার সতর্ক করার পরও কেউ কর্ণপাত করেনি।
Advertisement
এসআর/পিআর