আন্তর্জাতিক

কৃত্রিম হাড় তৈরি করলো ইরান

প্রথমবারের মতো কৃত্রিম হাড় উৎপাদন করেছে ইরান। দেশটির শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা থ্রিডি প্রিন্টিং ব্যবস্থার মাধ্যমে এই হাড় তৈরি করেছেন। শনিবার রাজধানী তেহরানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কৃত্রিম হাড় উন্মোচন করা হয়।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোহাম্মদ অগাজানি বলেন, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান চিকিৎসা ও বৈজ্ঞানিক ক্ষেত্রে একের পর এক সাফল্য পাচ্ছে।

তিনি বলেন, এরই মধ্যে পাঁচজন রোগীর দেহে কৃত্রিম হাড় বসানো হয়েছে এবং তা সঠিকভাবে কাজ করছে। মানুষের দেহের হাড় কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে সেখানে এই কৃত্রিম হাড় বসিয়ে সমস্যা দূর করা সম্ভব হবে।

আরও পড়ুন : ক্লাসে শিক্ষক শেখালেন কীভাবে ধর্ষণ করতে হয়, ছাত্রী আহত

Advertisement

১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর চিকিৎসা ও বৈজ্ঞানিক ক্ষেত্রে দেশটি ব্যাপক উন্নতি লাভ করেছে। উন্নত চিকিৎসা নিতে বিদেশিদের ইরানে আসার হারও দিন দিন বাড়ছে।

এসআইএস/এমকেএইচ