জাতীয়

ডেঙ্গু টেস্টে থামেনি বেশি টাকা আদায়

সারাদেশে ভয়াবহ রূপ নেয়া ডেঙ্গু রোগীদের চিকিৎসায় বিভিন্ন টেস্টের ফি নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। কিন্তু তা মানছে না রাজধানীর অনেক বেসরকারি হাসপাতাল। রোগীদের কাছ থেকে নেয়া হচ্ছে অতিরিক্ত টাকা। ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্ক ও আলোক হেলথ কেয়ার লিমিটেডে অভিযান চালিয়ে এর প্রমাণ মিলেছে।

Advertisement

রাজধানীর মিরপুরে শনিবার অভিযান চালিয়ে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আফরোজা রহমান ও মো. আব্দুল জব্বার মণ্ডল।

অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়, স্বাস্থ্য অধিদফতর সরকারি স্বাস্থ্য সেবার পাশাপাশি বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের জন্য ডেঙ্গু টেস্টের মূল্য নির্ধারণ করে দিয়েছে। এ বিষয়ে শনিবার বিভিন্ন হাসপাতালে তদারকি করা হয়। এ সময় ডেঙ্গু টেস্টে অতিরিক্ত মূল্য রাখায় ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্ক ও আলোক হেলথ কেয়ার লিমিটেডকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়।

Advertisement

তদারকিতে সার্বিক সহায়তা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১ এর সদস্যরা।

এসআই/এনডিএস/এমএস