কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দেড় বছরে দেড় মিনিটও আন্দোলন করতে পারেনি দলটি। এমন মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
Advertisement
শনিবার (৩ আগস্ট) সকালে রাজধানীর ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক এক কর্মসূচিতে অংশ নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, দেশের ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় বিএনপিরও দায়িত্ব রয়েছে। কিন্তু তারা তা পালন করছেন না।
ওবায়দুল কাদের বলেন, ‘অনেকে কাজে নেই। দল হিসেবে বিরোধী দলেরও এখানে দায়িত্ব রয়েছে। পরিচ্ছন্নতা অভিযানে কোথাও তারা নেই। কখনও বলে মহামারি ঘোষণা কর, কখনও বলে জরুরি অবস্থা ঘোষণা কর। জরুরি অবস্থা তাদের দরকার, যারা জরুরি সংকটে আছে।’
‘দল হিসেবে ব্যর্থতার দগদগে ঘা যাদের; যারা শুধু ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ, আন্দোলনে ব্যর্থ; দেড় বছরেও খালেদা জিয়ার জন্য দেড় মিনিটও যারা আন্দোলন করতে পারেনি; যারা দল হিসেবে ব্যর্থ, ডেঙ্গু প্রতিরোধে যারা ব্যর্থ, তাদের জরুরি অবস্থা দরকার। জরুরিভাবে তাদের সংকট থেকে উদ্ধার করার জন্য।’
Advertisement
‘যারা কাজ করে না তারাই আতঙ্ক সৃষ্টি করছে’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যারা বন্যাদুর্গতদের পাশে দাঁড়ায় না, তারাই বন্যাদুর্গতদের নিয়ে রাজনীতি করে। যত দোষ, নন্দ ঘোষ। আজ ডেঙ্গু ও এডিস মশাকে প্রতিরোধ করতে আমরা এটাকে লড়াই হিসেবে বেছে নিয়েছি। ডেঙ্গুমুক্ত বাংলাদেশ, শেখ হাসিনার নির্দেশ– এ অঙ্গিকারে আমরা নেমেছি।’
এ সময় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সংসদ সদস্য আসলামুল হকসহ অনেকে।
পিডি/এমএআর/জেআইএম
Advertisement