সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনের বিরুদ্ধে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা সচলের জন্য রায় দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।সোমবার হাইকোর্টের বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি এসএম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ মোশাররফের আবেদন খারিজ করে এ রায় দেন। এর ফলে বিচারিক আদালতে মোশাররফের বিরুদ্ধে মামলা চলতে আর কোনো বাধা থাকলো না বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি ও আত্মসাৎ করার অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেরুয়ারি শাহবাগ থানায় দুদকের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়। এ মামলায় একই বছরের ৫ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। এরপর মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন এ কে এম মোশাররফ। ওই মামলায় মোশারফ ছাড়া অন্য আসামিরা হলেন- খালেদা জিয়া, এম সাইফুর রহমান (মৃত), আবদুল মান্নান ভূঁইয়া (মৃত), মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, এম শামসুল ইসলাম (মৃত), আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিস্টার আমিনুল হক, জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান এস আর ওসমানী, সাবেক পরিচালক মঈনুল আহসান, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম ও খনির কাজ পাওয়া কোম্পানির স্থানীয় এজেন্ট হোসাফ গ্র“পের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।এফএইচ/এসএইচএস/পিআর
Advertisement